বাতিল’ দেম্বেলের গোলে বেঁচে রইল মেসিদের শিরোপা স্বপ্ন

    বাংলাদেশ মেইল::

    ওসমান দেম্বেলেকে অনেক স্বপ্ন নিয়ে ন্যু ক্যাম্পে এনেছিল বার্সেলোনা। কাতালানদের ভরসার প্রতিদান দিতে পারেননি ফরাসি স্ট্রাইকার। ইনজুরির কারণে বেশিরভাগ সময়ই থেকেছেন মাঠের বাইরে। যেসব ম্যাচে সুযোগ পেয়েছেন তাতেও হতাশ করেছেন। চলমান মৌসুম শুরুর আগে দেম্বেলেকে বিক্রির চিন্তাও করেছিল বার্সা। সমর্থকদের কাছে দেম্বেলে ‘বাতিল’ স্ট্রাইকার।

    সোমবার রাতে দারুণ এক গোল করে বার্সেলোনার শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন দেম্বেলেই। স্প্যানিশ লা লিগায় ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।এই ম্যাচের আগে দেম্বেলে সব প্রতিযোগিতায় চলতি মৌসুমে মাঠে নেমেছেন ৩৫ ম্যাচে।

    মাঠে ছিলেন ২ হাজার ২৪১ মিনিট। গোল মাত্র ৯টি। আন্তর্জাতিক বিরতির পর খেলতে নামা বার্সেলোনা প্রথমার্ধে ছিল বিবর্ণ। লক্ষ্যে ৩টি শট নিলেও তাতে সফলতা আসেনি। বিরতির পর দারুণ কয়েকটি আক্রমণ করলেও গোল পায়নি বার্সেলোনা। ৭৯তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত ভায়াদোলিদ। দেম্বেলেকে পেছন থেকে ফাউল করা অস্কার প্লানোকে লাল কার্ড দেখান রেফারি।

    দেম্বেলেকে তিনটি ভিন্ন পজিশনে খেলান কোচ রোনাল্ড কোম্যান। শুরুর দিকে খেলছিলেন লেফট উইংয়ে। কিছুক্ষণ খেলেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। বিরতির পর দেম্বেলেকে রাইট উইংয়ে নিয়ে আসেন কোম্যান। ৯০তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের দারুণ ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ ভায়াদোলিদ ডিফেন্ডাররা। ডান পায়ের বুলেট গতির ভলিতে লক্ষ্যভেদ করেন দেম্বেলে। ৯০তম মিনিটের গোলে জয় তুলে নেয়ার রোমাঞ্চ সব সময় বিশেষ কিছু। বার্সেলোনা সবশেষ এমন কিছুর স্বাদ পেয়েছিল ২০১৪ সালে। সার্জিও বুস্কেটস ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৯০তম মিনিটে গোল করেছিলেন।

    লা লিগায় টানা ১৯ ম্যাচে অপরাজিত বার্সেলোনা (১৬ জয় ও ৩ ড্র)। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে সর্বোচ্চ। গত ৫ই ডিসেম্বর সবশেষ হারের স্বাদ পাওয়া বার্সেলোনার সংগ্রহ ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৬৬। তিনে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। আগামী শনিবার এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই অনেকটাই ঠিক করে দেবে লা লিগার গতিপথ।