মেসির এল ক্ল্যাসিকোয় খেলা ‘আটকে’ দিতে চেয়েছিলেন রেফারি

বাংলাদেশ মেইল ::

আগামী শনিবার এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে হলুদ কার্ড দেখলে এল ক্ল্যাসিকোয় খেলা হতো না লিওনেল মেসির। উসমান দেম্বেলের একমাত্র গোলে ভায়াদোলিদকে হারিয়ে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কাতালানরা। শনিবারের এল ক্ল্যাসিকোর ফলাফল অনেকটাই ঠিক করে দেবে এই মৌসুমের লা লিগার শিরোপা উঠবে কার ঘরে। অ্যাটলেটিকো, বার্সা নাকি রিয়ালের ঘরে। মহাগুরুত্বপূর্ণ এল ক্ল্যাসিকোয় মেসির খেলা ‘আটকে’ দিতে চেয়েছিলেন রেফারি। মেসি নিজেই করেছেন সেই অভিযোগ।

ভায়াদোলিদের বিপক্ষে হলুদ কার্ড যেনো না দেখতে হয় সেজন্য সাবধানী ফুটবল খেলেছেন মেসি। নিজে পরিস্কার গোলের সুযোগ পেয়েছেন কম।

সতীর্থদের দিয়ে গোল করানোর চেষ্টাতেও সফল হননি আর্জেন্টাইন সুপারস্টার। প্রথমার্ধে রেফারি নাকি মেসিকে হলুদ কার্ড দেখাতে চেয়েছিলেন। বিরতিতে যাওয়ার সময় এমনটাই দাবি করেন মেসি। প্রথমার্ধের বাঁশি বাজার পর ড্রেসিংরুমে ফেরার পথে মেসিকে কথা বলতে দেখা যায় বার্সেলোনার দীর্ঘদিনের মুখপাত্র কার্লেস নাভালের সঙ্গে। মেসি-কার্লেসের কথোপকথোন ধরা পড়ে মুভিস্টারের ক্যামেরায়। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে কার্লেস নাভালকে মেসি বলছিলেন, ‘রেফারি আমাকে হলুদ কার্ড দেখাতে চেয়েছিলেন, অবিশ্বাস্য।’ কাতালান রেডিও ‘আরএসিওয়ানের’ ক্রীড়া সাংবাদিক জেরার্ড রোমেরোও টুইটারে একই কথা লিখেছেন।

জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। লা লিগায় টানা ১৯ ম্যাচে অপরাজিত বার্সেলোনা (১৬ জয় ও ৩ ড্র)। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে সর্বোচ্চ। গত ৫ই ডিসেম্বর সবশেষ হারের স্বাদ পাওয়া বার্সেলোনার সংগ্রহ ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৬৬। তিনে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।