মোহসীন-উল হাকিমসহ ১৪ চিকিৎসক ও দুই হাসপাতাল পেলেন চিকিৎসক পদক

    বাংলাদেশ মেইল ::

    করোনাভাইরাস মহামারিকালে রোগীদের সুচিকিৎসা নিশ্চিতসহ এ খাতে অবদান রাখার জন্য মেডিকেল শিক্ষকদের দেয়া ‘চিকিৎসক পদক’ পেলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, মোহসীন-উল হাকিমসহ ১৪ চিকিৎসক ও দুই হাসপাতাল। তাদের এই অবদানের স্বীকৃতি দিতে যাচ্ছে ‘মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ ও চিকিৎসকদের সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি’।

    প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত চিকিৎসক সপ্তাহও পালন করেছে।

    উদ্যোক্তারা বলছেন, চিকিৎসকদের সাফল্য ধরে রাখতে প্রয়োজন যথার্থ অনুপ্রেরণা। তাই প্রতিবছর চিকিৎসক সপ্তাহে ‘চিকিৎসক পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পাশাপাশি অন্য সেক্টরের যারা চিকিৎসাখাতে গুরত্বপূর্ণ অবদান রাখছেন তাদেরও এ পদক দেওয়া হবে।

    যারা পদক পেলেন: