মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

    বাংলাদেশ মেইল ::

    মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ। সোমবার (১২ এপ্রিল)  ঢাকা রিপোটার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    ভারতের উগ্র সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে অন্যায়ভাবে গ্রেফতারকৃত ছাত্র-জনতার নিঃশর্ত মুক্তি ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

    এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী  জোনায়েদ সাকি, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, লেখক ও এক্টিভিস্ট রাখাল রাহা, লেখক ও এক্টিভিস্ট,রাষ্ট্রচিন্তার সদস্য  দিদারুল ভূঁইয়া।