বাঁশখালীতে বন্য হাতির আক্রমনে বৃদ্ধার মৃত্যু

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমনে নুর আয়েশা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যের ঘটনা ঘটেছে । নিহত নুর আয়েশা বাঁশখালী পৌরসভার উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী।শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে নিজের বাগান থেকে লেবু আনতে গিয়ে তিনি বন্য হাতির আক্রমণের শিকার হয়।

    পাহাড়ি এলাকার উত্তর জলদী দীঘির পাড় থেকে প্রায় দেড় কিলোমিটার গহীন বন এলাকায় বন্য হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

    ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, ‘শুক্রবার সকালে নিজের বাগান থেকে লেবু আনতে যাওয়ার পথে লোকালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে নুর আয়েশা নামের বৃদ্ধা মহিলাটি ঘটনাস্থলে নিহত হয়েছে।’
    এদিকে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী নিহতের পরিবারকে ১০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।