আরো তিন বছর সিডিএ’র চেয়ারম্যান থাকছেন দোভাষ

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের মেয়াদ আরও তিনবছর বাড়ানো হয়েছে।

    বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক আদেশে এটা জানানো হয়ছে।

    ২৪ এপ্রিল ২০১৯ থেকে তিনি সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    জহিরুল আলম দোভাষ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের বড় ছেলে। তিনি  নগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    জহিরুল আলম দোভাষ বঙ্গবন্ধুর সহচর জানে আলম দোভাষের বড় ছেলে। তিনি ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড থেকে পর পর চারবার (১৯৯৪-২০১৫) চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর থাকাকালীন তিনি চসিকের প্রতিনিধি হিসেবে সিডিএর বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

    এর আগে ২০০৯ সালের ২৩ এপ্রিল দুই বছরের জন্য সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ পান নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। এরপর ২০১১ সালের ২৬ এপ্রিল দ্বিতীয় মেয়াদে দুই বছর, ২০১৩ সালের ১৯ মার্চ তৃতীয় মেয়াদে এক বছর, ২০১৪ সালের ২২ এপ্রিল চতুর্থ মেয়াদে এক বছর, ২০১৫ সালের ১৬ এপ্রিল পঞ্চম মেয়াদে দুই বছর এবং ২০১৭ সালের ২৩ এপ্রিল ষষ্ঠ মেয়াদে দুই বছরসহ ছয় দফায় ১০ বছর দায়িত্বপালন করেন তিনি।