ইয়াসের প্রভাবে বাঁশখালীতে বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত , লোকালয় প্লাবিত

    বাংলাদেশ মেইল ::

    বাঁশখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপজেলার উপকূলীয় অঞ্চলের বেশকিছু এলাকায় বেড়ীবাঁধ ভেঙে ও বেড়ীবাঁধের উপর দিয়ে বঙ্গোপসাগরের পানি লোকালয়ে প্রবেশ করেছে।

    এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গণ্ডামারা, সরল, ছনুয়া, শেখেরখীল,শিলকূপ, খানখানাবাদ, বাঁহারছড়া ও পুকুরিয়া ইউনিয়নের ফসলি জমি, লবণের মাঠ, মাছের ঘের, পুকুরঘাট, এবং বসতঘর পানির নিচে তলিয়ে গেছে।

    এই দিকে বাঁশখালী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি অফিস সতর্কতা জারি করে বঙ্গোপসাগরের আশে পাশে বসাবাস করা উপকূলীয় এলাকার মানুষ কে নিরাপদ স্থানে থেকে অবস্থান গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।