কাপ্তাই লেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরিরা

    বাংলাদেশ মেইল ::

    কাপ্তাই লেকে গোসল করতে নেমে নিখোঁজ তন্ময় দাস (১৯) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরি দল।

    শুক্রবার (২৮ মে)  বিকেল সাড়ে পাঁচটার দিকে  তন্ময় দাস নামের ঐ যুবক উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের  সীতারঘাট মন্দির সংলগ্ন কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

    নিহত সুবল দাসের বাসা নগরীর টাইগারপাস বলে জানা গেছে। সে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

    স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর থেকে ১০ জন যুবক ভ্রমনের উদ্দেশ্যে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন কয়লার ডিপোতে আসে। সেখান থেকে তারা নৌকা যোগে  সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাটে যায়। তারা সবাই কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নামে এবং গোসল শেষে সুবল ছাড়া সকলেই পানি থেকে ঘাটে উঠে।

    পরে নিখোঁজ সুবলকে উদ্ধার করতে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ নৌ বাহিনীর সাথে যোগাযোগ করে৷ নৌ বাহিনীর ডুবুরিরা এক ঘন্টা খুঁজে তার মরদেহ উদ্ধার করেন।

    নিহত তন্ময়ের মাসতুতো ভাই কৃষ্ণ নাথ বলেন, ৯ বন্ধুকে নিয়ে চট্টগ্রাম থেকে কেপিএমের বাড়িতে বেড়াতে আসে তন্ময়। পরে তাদের নিয়ে ঘুরতে যান কর্ণফুলী নদীর ধারে অবস্থিত সীতার ঘাট মন্দিরে। তারা মন্দির দর্শনের পর বিকেল সাড়ে ৪টায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে চোখের পলকে আমার জলজ্যান্ত ভাইটি হঠাৎ ‘নাই’ হয়ে যায় কর্ণফুলী নদীতে। শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরে এলো ভাই আমার।