কিং সালমান সেন্টার ও রাবেতার সাথে ফজলুল্লাহ ফাউন্ডেশনের সমঝোতা চুক্তি

    মহিউদ্দীন চৌধুরী,বাংলাদেশ মেইল ::

    সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার (king Salman humanitarian aid & relief centre) ও রাবেতা আলম আল ইসলামী (Muslim World League) এর পদস্থ পাঁচ শীর্ষ কর্মকর্ত (২৫ মে)  মঙ্গলবার রাত আটটায় দেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চাঁন্দগাও রূপালী আবাসিক এলাকার নদভী প্যালেস্থ কার্যালয় পরিদর্শন করেন এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

    বিশ্বের শীর্ষস্থানীয় এই দুই দাতা সংস্থার কর্মকর্তাগণ রোহিঙ্গাসহ বাংলাদেশের দুঃস্থ জনগণের কল্যাণে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র নিরন্তর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

    সৌজন্য সাক্ষাত শেষে কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার, রাবেতা আলম আল ইসলামী ও লোকাল পার্টনার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মধ্যে উখিয়া কুতুপালং, ভাসানচরে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও সাতকানিয়া লোহাগাড়াসহ দেশের বিভিন্ন স্থানের দুঃস্থ-দরিদ্রদের মাঝে ৪০ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণের লক্ষ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাবেতা আলম আল ইসলামীর জেনারেল কো-অর্ডিনেটর অব ফিল্ড অফিসার ড. তাহা বিন ওমর আল খতীব।

    উল্লেখ্য, কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ১১ মে কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং এ বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ১৬ নং ক্যাম্প ও সাতকানিয়া লোহাগাড়ার দুঃস্থ পরিবারের মাঝে রোহিঙ্গা পরিবারের মাঝে সাড়ে তিনহাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে তিনহাজার টাকার খাদ্য সামগ্রী ছিল।