চীনে ৩ হাজার বছরের পুরোনো স্বর্ণের মুখোশ উদ্ধার

    বাংলাদেশ মেইল ::

    প্রায় ৩ হাজার বছরের পুরোনো স্বর্ণের মুখোশ উদ্ধার করেছে চীন। সিচুয়ান প্রদেশে মাটির নিচে গর্ত থেকে আরও বিপুল সংখ্যক শিল্পকর্ম পাওয়া গেছে।

    চীনের জাতীয় সংস্কৃতি বিষয়ক কর্তৃপক্ষ জানায়, আলোচিত সানজিংদুই প্রত্নতাত্ত্বিক স্থান থেকে এসব শিল্পকর্মের সন্ধান মেলে। যার মধ্যে ব্রোঞ্জ, সোনার ধাতু, হাতির দাঁত, জেড ও হাড়ের বিভিন্ন দ্রব্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই মুখোশকে। ২৮০ গ্রাম ওজনের এই মুখোশ পুরোটাই স্বর্ণ দিয়ে নির্মিত।

    ধারণা করা হচ্ছে, এটি গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য ব্যবহৃত হতো। ওই প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রায় ১ হাজার ৮শ শিল্পকর্ম উদ্ধার করা হয়। ১৯২০ সালে সানজিংদুইতে প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মেলে। জায়গাটি থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি শিল্পকর্ম পাওয়া গেছে।