বিমান বাংলাদেশে সৌদিগামী যাত্রীদের দু’দফা নির্দেশনা

    বিমানের পাইলটদের

    বাংলাদেশ মেইল ::

    সৌদি আরবগামী যাত্রীদের ৭২ ঘণ্টা পূর্বে কোয়ারেন্টাইন হোটেল এবং প্যাকেজ নিশ্চিতসহ দু’দফা নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    মঙ্গলবার (২৫ মে) এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

    বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী যাত্রীগণকে যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘন্টা পূর্বে কোয়ারেন্টাইন হোটেলসহ প্যাকেজ নিশ্চিত করতে হবে। প্যাকেজটি নিশ্চিত করার জন্য নিকটস্থ বিমান অফিস অথবা ট্রাভেল এজেন্সির সাথে এই লিংক https://bimanholidays.com/quarantine এর মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য বিমান হলিডের এই লিংক ব্যতীত অন্য কোনো মাধ্যমে হোটেল বুকিং গ্রহণযোগ্য হবে না।

    বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, টিকিট ও কোয়ারেন্টাইন প্যাকেজ নিশ্চিত হওয়ার পর যাত্রীকে ফ্লাইট সৌদি আরবে অবতরণ করা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষার নমুনা প্রদান ও রিপোর্ট সংগ্রহের অনুরোধ করা যাচ্ছে।