শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন

    বাংলাদেশ মেইল ::

    বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে চট্টগ্রামে  মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

    শিক্ষার্থীরা বলেন,স্বাস্থ্যবিধি মেনে শিল্প প্রতিষ্ঠান, দোকানপাট, হোটেল-রেস্তোরা, গাড়িঘোড়া সবই খুলে দেয়া হয়েছে।  কিন্তু লকডাউনে বন্ধ রয়েছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান।

    তারা বলেন, এভাবে আর কতোদিন শিক্ষা প্রতিষ্ঠান  বন্ধ থাকবে। শিক্ষার্থীদের বয়স বেড়ে যাচ্ছে। চাকরি খুঁজতে গেলে ইন্টার পাশ বললে কেউ চাকরি দেয় না। আবার পড়াশুনা শেষ করতে গিয়ে চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে।

    ভবিষ্যতের হতাশায় অনেক শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করেছে। ৯৫ ভাগ শিক্ষার্থী-অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে। কিন্তু শিক্ষামন্ত্রী বিষয়টি আমলে নিচ্ছেন না। মন্ত্রীর নিজ ইচ্ছেমতো সব সিদ্ধান্ত হচ্ছে। এভাবে একটা দেশের শিক্ষা ব্যবস্থা চলতে পারেনা।