সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মিথ্যা মামলা আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব আর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার(১৮মে) সকালে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করার দাবি জানান।

    সিইউজের  সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস,  সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার  সিইউজের যুগ্ম  সাধারণ সম্পাদক সবুর শুভ ও সহ-সভাপতি অনিন্দ্য টিটো বক্তব্য রাখেন।

    বক্তারা আরো বলেন,দেশের স্বনামখ্যাত একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা অন্যায়, অনভিপ্রেত। কী কারণে এভাবে আটকে রাখা হয়েছে, অসুস্থ হওয়ার পরও কেন তাকে হাসপাতালে নেওয়া হয়নি তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। রোজিনাকে হেনস্তা করার পেছনে কারা দায়ী সেইসব ব্যক্তিদেরও খুঁজে বের করতে হবে।

    প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, সত্য তুলে ধরা, মিথ্যা উন্মোচন করা, দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকতার কাজ। রোজিনা ইসলাম সেই কাজ করছিলেন। যদি কোথাও কোনও আইনের ব্যাত্যয় ঘটে থাকে তবে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে সুরাহাই কাম্য। কিন্তু শারীরিক ও মানসিক নির্যাতন করা, ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা কোনও স্বাভাবিক প্রক্রিয়া নয়।

    এসময় দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, সিইউজে’র প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারি রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু,   প্রমুখ উপস্থিত ছিলেন।