গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

    বাংলাদেশ মেইল ::

    গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গাজার উত্তরাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। হামলার দায়ভার স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সোমবার স্থানীয় সময় বিকেলে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়। এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে সিরিজ বিমান হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

    এদিকে সোমবার (১১ মে) ভোরে পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও ইসরায়েলি বাহিনী ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুড়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হন।