করোনায় চট্টগ্রামে আরো একজনের মৃত্যু,আক্রান্ত ২৪৭

    করোনায় চট্টগ্রামে

    বাংলাদেশ মেইল ::

    করোনায় চট্টগ্রামে ধারাবাহিক সংক্রমণ দিন দিন বাড়ছে। নগর এবং উপজেলা সবখানেই এখন করোনা আক্রান্ত  রোগীর ছড়াছড়ি। করোনার সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন ইতিমধ্যে ফটিকছড়ি উপজেলায়  লকডাউনের মতো ঘোষণা দিয়েছে।

    গত ২৪ ঘন্টায় ২৪৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২১.২৫ শতাংশ।

    আজ বৃহস্পতিবার  সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সরকারি হিসাব অনুসারে, করোনায় চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৬ হাজার ৮৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৬৬ জন।

    জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১ শ ৬২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১২৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১২৪ জন। মৃত্যুবরন করা করোনা রোগী উপজেলার বাসিন্দা।

    বিএম/করোনায় চট্টগ্রামে