চলতি বছরের সর্বোচ্চ
    চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০০

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায়  মৃত্যু হয়েছে ৭ জনের। শনাক্ত ও মৃত্যু বিবেচনায় এ সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ। নতুন আক্রান্তদের মধ্যে  মহানগরের ২০৪ জন এবং উপজেলার ৯৬ জন। মৃত্যুবরন করা সাতজনের মধ্যে  মহানগরের ১ জন উপজেলার ৬ জন।

    চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের রবিবারের প্রতিবেদন অনুযায়ী ১৩৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩০০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে শনিবার নমুনা পরীক্ষা করে নগরীর ২০৪ এবং বিভিন্ন উপজেলার ৯৬ জনের করোনা পজিটিভ আসে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। তাদের মধ্যে ৬ জন উপজেলার এবং একজন নগরীর।

    এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ৫৭ হাজার ৬৭০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে মারা গেছেন মোট ৬৮১ জন।