চাঁদাবাজির মামলায় জামিন পেয়ে বাদিকে ছুরি মেরে ভুঁড়ি ফেলা’র হুমকি,আটক ২

    বেরাইজ্যে সুমন গ্রেফতার

    রানা নাহা , বাংলাদেশ মেইল ::

    চাঁদাবাজির মামলায় জামিন পেয়ে মামলার বাদীকে ছুরি মেরে ভুড়ি ফেলে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগে আবারো আটক হয়েছে নাম পদবী ছাড়া যুবলীগের দুই নামধারী নেতা। আটককৃতরা হলো,নুরুল কবির জাকুয়া (৪৫),ও মো,তৌহিদুল আলম (৪০)।

    গত বুধবার দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বিদ্যুৎ ভবন থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

    ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,মহসিন  বলেন, ‘আটককৃত দুইজন গত ১৯ এপ্রিল বিদ্যুৎ ভবনে মেসার্স সালিহিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো,বশির উদ্দিনের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আটক হয়। কিছুদিন আগে তারা জামিনে বের হয়। বের হয়ে আজ আবার বিদ্যুৎ অফিস ভবনে যায়। গিয়ে বশির উদ্দিনকে ঘিরে ফেলে। এ সময় আগের বার পুলিশে অভিযোগ করার কারনে ছুরি মেরে ভুরি ফেলে দেওয়ার হুমকি দেয়। কৌশলে বশির পুলিশকে অভিযোগ করলে সাথে সাথেই এই দুইজনকে আটক করা হয়। স্থানীয় বা মহানগরে কোন পদ পদবী না থাকা স্বত্বেও তারা যুবলীগ নেতা বলে পরিচয় দিত। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।