নগরীতে অপহৃত ব্যাক্তিকে উদ্ধার, ২ অপহরণকারী আটক

    মুরাদ হত্যার

    বাংলাদেশ মেইল ::

    মোহাম্মদ শিহাব উদ্দিন (২৩)। হাটহাজারি মাদ্রাসায় ভর্তির উদ্দেশ্য ঢাকা থেকে চট্টগ্রাম এসে গত শুক্রবার রাতে অপহরণের স্বীকার হন নগরীর অক্সিজেন মোড়ে। অপহরণের পর তার মোবাইল থেকেই ২ লক্ষ টাকা দাবী করেন তার মামা মীর মুনীর হোসেনের কাছে। পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় থানায়।

    এমন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ২ অপহরণকারীকে। উদ্ধার করা অপহৃত ব্যাক্তিকে। জব্দ করা হয়েছে দাবীকৃত ২ লক্ষ টাকার মধ্য পাটানো ১৬ হাজার টাকা,ছিনতাইকৃত ৭ টি ঘড়ি,৩ টি মোবাইল,১ টি ওয়াকিটকি ও ৫০০ গ্রাম গাঁজা।
    আটককৃতরা হলো,রবিউল হোসেন (২৭),মো,রাসেল প্রকাশ সুমন (২২)।

    রবিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো পেয়াজী গলি হাজী এমদাদের বিল্ডিং এর ৪র্থ তলা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,কামরুজ্জমান বলেন, গত ২৬ জুন রাতে অপহৃত ব্যাক্তির মামা থানায় অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায়  সারাদিন অভিযান পরিচালনা করে অপহৃত ব্যাক্তিতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে । একইসাথে অপহরণকারীদের আটক করা হয়েছে।