নির্বাচন অফিসের ল্যাপটপ গায়েব
    নির্বাচন কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

    রানা নাহা, বাংলাদেশ মেইল ::

    জেলা নির্বাচন কার্যালয়ের ল্যাপটপ ব্যবহার করে  অবৈধভাবে রোহিঙ্গা নাগরিকসহ ৫৫ হাজার ৩ শ ১০ জনকে ভোটার তালিকাভুক্ত করার অভিযোগে চট্টগ্রামের সাবেক সিনিয়র জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দূর্নীতি দমন কমিশন (দূদক)।

    খোরশেদ আলম বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

    বুধবার (১৬ জুন)দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম- ২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয়েছে । এ নিয়ে রোহিঙ্গাদের এনআইডি ইস্যুতে মোট পাঁচটি মামলা দায়ের করেছে দুদক।

    মামলার অন্য আসামীরা হলেন, জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের  সাবেক উচ্চমান সহকারী মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সাবেক অফিস সহকারী রাসেল বড়ুয়া, পাঁচলাইশের থানা নির্বাচন অফিসারের কার্যালয়ের  সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুক।

    আসামী মাহফুজুল ইসলাম কক্সবাজার জেলায় বর্তমানে রামু উপজেলা নির্বাচন অফিসার হিসেবে কাজ করছেন। রাসেল বড়ুয়া বর্তমানে পটিয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের অফিস সহকারী।

    আসামাীদের বিরুদ্ধে  ২০১/৪০৯/১০৯, দন্ড বিধির ১৯৪৭ সনের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়  অভিযোগ আনা হয়েছে।