ফটিকছড়ি উপজেলায় এক সপ্তাহের লকডাউন

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় করোনা পরিস্থিতির অবনতি হবার কারনে  সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুন) বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ ঘোষণা দেন।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার সংক্রমণ সারাদেশে  বৃদ্ধি পেয়েছে। ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ কারণে সভায় ফটিকছড়ি উপজেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম নগরীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

    জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা থেকে থেকে ২৯ জুন পর্যন্ত ওই উপজেলায় লকডাউন কার্যকর থাকবে।