লেবাননে পাসপোর্টবিহীন বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

    বাংলাদেশ মেইল ::

    লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক পাসপোর্টবিহীন প্রবাসী বাংলাদেশিদের নাম নিবন্ধনের শুরু হয়েছে। দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি শুরু হয়েছে।

    লেবাননে থাকা বাংলাদেশিদের এই কর্মসূচি ২০ জুন (ররিবার) সকাল এগারোটায় আল আনসার স্টেডিয়ামে শুরু হয় এবং ২৫ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে।

    দেশটিতে থাকা বাংলাদেশিরা বলছেন, অনেক প্রবাসীর কাগজপত্র নেই তাই তারা দেশে ফিরতে পারছেন না। দূতাবাসের এই কর্মসূচির ফলে অনেক বাংলাদেশি নিবন্ধন করে দেশে ফেরার সুযোগ পাবেন।

    দূতাবাস সূত্রে জানা গেছে, যাদের পাসপোর্ট আছে তারাও দেশে ফিরতে নাম নিবন্ধন করতে পারবে।

    এদিকে প্রথম দিন নাম নিবন্ধনের উপস্থিতি কিছুটা কম থাকলেও যারা নাম নিবন্ধন করেছেন তারা রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।