শিক্ষার্থীদের ঢাকা পৌছে দিতে চবি’র বিশেষ বাস

    বাংলাদেশ মেইল ::

    লকডাউনের কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া শিক্ষার্থীদের ঢাকায় পৌছে দিতে পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৩০জুন) ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয় গণপরিবহন বন্ধ থাকার কারণে চবি’র পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার সুবিধার্থে ১টি বাস নিয়োজিত থাকবে। গণপরিবহন বন্ধ থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র পরীক্ষার্থীদের নিয়ে ১টি বাস বৃহস্পতিবার  বিকেল ৩.৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাসে যেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের উল্লেখিত সময়ের পূর্বে অবশ্যই পরীক্ষার প্রবেশপত্রসহ প্রক্টর অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ।