মিনুকে মুক্তির নির্দেশ, তিন আইনজীবীকে হাইকোর্টে তলব

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামে হত্যা মামলার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের বদলে জেল খাটা নিরপরাধ মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার প্রকৃত আসামি কুলসুম আক্তার কুলসুমীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

    একই সঙ্গে এ ঘটনায় স্বশরীরে আদালতে হাজির হয়ে চট্টগ্রামের নারী ও শিশু আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর এমএ নাসের, আইনজীবী বিবেকানন্দ ও নুরুল আনোয়ারকে লিখিত ব্যাখা দিতে বলেছে আদালত। তাদেরকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

    সোমবার (৭ জুন) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে মিনুর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মাদ শিশির মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

    এর আগে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের হয়ে জেল খাটা মিনুর বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির। কুলসুম আক্তার কুলসুমীর বদলে মিনু দুই বছর ৯ মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।