যুক্তরাজ্যে ৯৪ টি ভাষার কবিতার গ্রন্থে স্থান পেয়েছে বাংলা কবিতা

    বাংলাদেশ মেইল ::

    যুক্তরাজ্যে ৯৪ টি ভাষার কবিতার গ্রন্থে স্থান পেয়েছে বাংলা ভাষায় লেখা কবিতাও। লন্ডনের পিআর আর্টস গ্যালারি থেকে বিভিন্ন ভাষার এই কবিতার বই প্রকাশিত হয়েছে৷

    গত ৫ জুন লন্ডনের হেকনি কাউন্সিলে কবিতা গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়৷ কবি ও সাংবাদিক মিল্টন রহমানের লেখা কবিতা অনুরাগ স্থান পেয়েছে এই গ্রন্থ।

    চট্টগ্রামে জম্ম ও বেড়ে  উঠা কবি মিলটন রহমানের। তিনি লন্ডনে সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতার সাথে জড়িত।

    জানতে চাইলে মিলটন রহমান বলেন, ‘ বৃটেনকে বলা হয় বহু সংস্কৃতির মিলনমেলা। বৃটেনে বাংলা সাহিত্যের চর্যা ও সাংস্কৃতিক কর্মকান্ড বাঙ্গালি হিসেবে আমাদের গর্বিত করে৷ এবার ৯৪ টি ভাষায় প্রকাশিত  গ্রন্থে বাংলা কবিতা প্রকাশ পেলো। এটি ভবিষ্যত প্রজন্মের জন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে। ‘

    প্রসঙ্গত, ব্রিটিশ সাংস্কৃতিক সংগঠন ‘সিটি লিট’ বলেছিল তাদের একটি  গবেষণায় দেখা গিয়েছে লন্ডনে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান দ্বিতীয়।