রোহিঙ্গাদের এনআইডি ইস্যু, ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    আলী আক্কাস, বাংলাদেশ মেইল ::

    জালিয়াতির মাধ্যমে  রোহিঙ্গাদের এনআইডি ইস্যুর দায়ে  ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে দুদক জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

    মামলায় আসামিরা হলেন- হাটহাজারী মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের অপারেটর মো. জয়নাল আবেদীন, অফিস সহকারী মো. নুর আহম্মদ, হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটর মো. সাইফুদ্দিন চৌধুরী, ঢাকার লালবাগের থানা নির্বাচন কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট সত্য সুন্দর দে, মির্জাপুর ইউপির সাবেক জন্মসনদ প্রস্তুতকারী মোহাম্মদ বেলাল, দালাল মো. আব্দুল ছালাম ও তার পিতা মোহাম্মদ আজিজুর রহমান, নাজির আহমেদ এবং রোহিঙ্গা লাকী আক্তার।

    দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, রোহিঙ্গাদের এনআইডি ইস্যু করার ঘটনায় তৎকালীন চেয়ারম্যান, একজন ইউপি সদস্য ছাড়াও চট্টগ্রাম  নির্বাচন কমিশনের অফিস সহকারী,হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রে অপারেটরসহ চারজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ‘