আধুনিক প্রযুক্তির ব্যবহার: হাতে তৈরি পণ্য রফতানিতে মিলবে নগদ সহায়তা

    খেলাপি ঋণ

    বাংলাদেশ মেইল ::

    আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও হাতে তৈরি পণ্য রফতানিতে নগদ সহায়তা মিলবে। এ ব্যাপারে বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একাটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, হাতে তৈরি পণ্য (হোগলা, খড়, আখের/নারিকেলের ছোবড়া, গাছের পাতা/খোল, গার্মেন্টসের ঝুট কাপড় ইত্যাদি) রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রাপ্যতার ক্ষেত্রে প্রচলিত জাতীয় শিল্পনীতি অনুযায়ী উৎপাদন প্রক্রিয়ায় হাতের ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সেগুলো হলো— উৎপাদন কার্যক্রমে আধুনিক প্রযুক্তি সংবলিত যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত কায়িক শ্রমের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকতে হবে। যন্ত্রপাতি ও কায়িক শ্রম ব্যবহারের স্বপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবন্ধন থাকতে হবে। জাহাজীকরণের ক্ষেত্রে আজ (১৭ জুন) থেকেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।’