আলেফ হোল্ডিংয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশি ইমরান

    বাংলাদেশ মেইল ::

    বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান খান বিশ্বের বৃহত্তম ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক অংশীদার আলেফ হোল্ডিংয়ের বোর্ড চেয়ারম্যান হিসেবে যোগ দিচ্ছেন। তিনি প্রযুক্তি খাতের একজন বিনিয়োগকারী ও উদ্যোক্তা হিসেবে পরিচিত। ১৪ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলেফ হোল্ডিং এ কথা জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আলেফ এ বছর ১০০ কোটি ডলার রাজস্ব আয়ে আশাবাদী। নতুন বাজারে প্রবেশ করে, আরও অংশীদার যুক্ত করে এবং বহুমুখী সেবা ও প্রযুক্তি প্রদানের মাধ্যমে ইমরান খান প্রতিষ্ঠানটিকে এই মাইলফলক অতিক্রম করে যেতে সাহায্য করবেন।

    নতুন দায়িত্ব সম্পর্কে ইমরান খান বলেন, পাঁচ বছর আগে থেকেই তিনি আলেফ হোল্ডিংয়ের ওপর নজর রাখছেন। আলেফের ব্যবসার ধরন অনন্য। এই প্রতিষ্ঠানের বৈশ্বিক অবকাঠামোটি স্থানীয় অভিজ্ঞতার সাহায্যে জোরদার হয়েছে। তারা যে প্ল্যাটফর্মগুলোর প্রতিনিধিত্ব করছে, তার ব্যাপকতা এবং যে বাজারেই তারা প্রবেশ করে, সেখানকার বিজ্ঞাপনদাতাদের ওপর তাদের ইতিবাচক প্রভাব প্রশংসনীয়। এটি এমন একটি মডেল, যেখানে প্রচুর উন্নতি করার সুযোগ আছে।