নির্বাচনী সহিংসতা
    বরিশালে বোমা হামলায় প্রাণ গেলো ২ জনের

    বাংলাদেশ মেইল ::

    বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে বিজয়ী মেম্বরের আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর বোমা হামলায় আবুবক্কর ফকির (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এ নিয়ে গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালো দুইজন।

    সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবু বক্করের মৃত্যু হয়। তিনি বিজয়ী মেম্বর গিয়াস উদ্দিন মৃধার সমর্থক এবং খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা। এ সময় আরো দুইজন আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

    বিজয়ী মেম্বর গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার মেম্বারের ফলাফল ঘোষণে করছিলেন। এ সময় আমাকে (গিয়াস) জয়ী ঘোষণা করার সাথে সাথে কেন্দ্র সংলগ্ন খালের ওপার থেকে পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের কর্মী-সমর্থকরা এপারে এসে বোমা হামলা চালায়। এতে আবুবক্করসহ ৩ জন গুরুতর আহত হয়।

    তিনি বলেন, আবুবক্করকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে ঢাকা থেকে ছেলেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসে প্রাণ হারিয়েছেন মৌজে আলী মৃধা (৬৫)। মৌজে আলী কমলাপুর গ্রামের মৃত কাদের মৃধার ছেলে। সোমবার দুপুরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ বোমা হামলা চালানো হয়।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, ফিরোজ মৃধার প্রতিদ্বন্দ্বী মন্টু হাওলাদারের লোকজন জাল ভোট প্রদান করে। এর প্রতিবাদ করায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ মৌজে আলী মৃধা নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

    ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, মৌজে আলী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।