এ কে খান পাহাড়ে অভিযান,৪৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

    বাংলাদেশ মেইল ::

    লালখান বাজার সংলগ্ন এ কে খান পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

    (২৩ জুন) বুধবার সকালে লালখান বাজার সংলগ্ন এ কে খান পাহাড়ে  অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে একযোগে অভিযান চালানো হয়।

    সকাল ৯.৩০ টায়   শুরু হয়ে দুপুুর ১ টায় শেষ অভিযান  হয়। অভিযানের মাধ্যমে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৪৭ টি পরিবার/ ঘর উচ্ছেদ করা হয়। অধিকাংশ স্থাপনা টিনের তৈরী ঘর।
    অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

    কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)মুহাম্মদ ইনামুল হাছান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ ছাড়াও পরিবেশ অধিদপ্তর, পিডিবি,কর্নফুলী গ্যাসের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।