সংক্রমণ ঠেকাতে একাট্টা জেলা প্রশাসন
    চট্টগ্রামে ২৩৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

    বাংলাদেশ মেইল ::

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬৫ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ২৩৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ৬৬৩ জনে।

    বুধবার (২৩ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১০৭১ জনের নমুনা পরীক্ষায় ২৩৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৪৫ ও উপজেলার ৯১জন।

    জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৫জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    এদিকে করোনা সংক্রমণের উদ্ধগতি ঠেকাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। গতকালে এক সভায় জেলার ফটিকছড়িতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ রাত আটটার পর থেকে প্রতিদিন  সব ধরনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।