চট্টগ্রামে করোনার ঝাঁজ ,আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লো

    করোনার ঝাঁজ

    বাংলাদেশ মেইল ::

    একদিনের ব্যবধানে চট্টগ্রামে বেড়েছে করোনার ঝাঁজ । বেড়েছে শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা । চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের । গত ২৪ ঘণ্টায় (১৭ জুলাই) ৯৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে ।  লকডাউনের বিধিনিষেধ কিছুটা শীথিল করা হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে  , বেড়েছে শংকাও ।  নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথেই শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে ।

    সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার  (১৭ জুলাই) রাতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী মোট ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে একদিনে শনাক্ত ৯৪৫ জন । পরীক্ষা বিবেচনায়  শনাক্তের হার ৩৩ দশমিক ০১ শতাংশ। মৃত ৯ জনের মধ্যে ২ জন নগরের ও ৯ জন উপজেলার।

    গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০ জনসহ চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা  ৭০ হাজার ৯০২ জন। নতুন ১১ জনসহ এখন পর্যন্ত  মোট মৃতের সংখ্যা ৮৩৫ জন।

    এদিন সরকারি বেসরকারি ১২ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ৯৪৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যাদের ৬৩৯ জন নগরের ও ৩০৬ জন উপজেলার বাসিন্দা।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ জনের মধ্যে ৮২ জন ,  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭১৮ জনের মধ্যে ১৬০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭০ জনের মধ্যে ৫৩  জন, চট্টগ্রাম ভেটেইনারী বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯৮ জনের মধ্যে ৮৯ জন , কক্সবাজার মেডিকেলে ৮ জনের মধ্যে ১ জন  , ৮৪৮ জনের এন্টিজেন টেস্টে ২৫৯ জনের , ইম্পেরিয়াল হসপিটালে ১৮২ জনের মধ্যে ৮১ জন, শেভরণে ২৪১ জনের মধ্যে ৭৩ জন,  মেডিকেল সেন্টারে ১২ জনের মধ্যে ৭ জন, আরটিআরএল এ ৪১ জনের মধ্যে ২২ জন , মা ও শিশু হাসপাতালে ৫২ জনের মধ্য ৩৫ জনের , ইপিক হেলথ কেয়ারে ১৩৫ জনের মধ্যে ৭৯ জনের পজেটিভ ফল পাওয়া যায়।

    শনিবার লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়া ৮ জন,  বাঁশখালীতে ১৮ জন, আনোয়ারায় ৩ জন, চন্দনাইশ ২৬ জন,  পটিয়ায় ৪৫ জন, বোয়ালখালীতে ৪০ জন, রাঙ্গুনিয়ায় ১৮ জন, রাউজানে ৪২ জন, ফটিকছড়িতে ২৭ জন, হাটহাজারীতে ২৮ জন, সীতাকুণ্ডে ১৭ জন, মিরসরাইয়ে ১৩ জন ও সন্দ্বীপে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

    গেল বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় । এক বছর গড়ালেও বেড়েছে করোনার ঝাঁজ।

    করোনার ঝাঁজ/বিএম