করোনা সংকট তীব্র হচ্ছে চট্টগ্রামে , একদিনে মৃত্যু ১৭

    করোনা সংকট
    জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৪১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৭৪ জন।২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জন শহরের, অপর ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    আগের দিন চট্টগ্রামে ৩ হাজার ৩৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৯ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৮ ব্যক্তির মৃত্যু হয়। এদিনই চট্টগ্রামে করোনা শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়। মহামারি শুরুর পর চট্টগ্রামে এক দিনে এত মানুষ আগে কখনো মারা যায়নি। এ ছাড়া এক দিনে এত মানুষের করোনা আগে কখনো শনাক্ত হয়নি।

    এর আগের দিন চট্টগ্রামে ২ হাজার ২৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ১২ ব্যক্তির মৃত্যু হয়।

    চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।  সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে করোনা সংকট ।