করোনা আপডেট
করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৬,২৩০ জন, আরও ২৩৭ জনের মৃত্যু

করোনায়  সর্বোচ্চ

বাংলাদেশ মেইল::

দেশে প্রতিদিনই আগের রেকর্ড ভেংগে নতুন  রেকর্ড  সৃষ্টি হচ্ছে। করোনায়  সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন। এর আগে ২৬শে জুলাই ১৫ হাজার ১৯২ জনের শনাক্তের রেকর্ড ছিল। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭০ জন এবং এখন পর্যন্ত ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ১৫৭টি নমুনা সংগ্রহ এবং ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

বিএম/ করোনায়  সর্বোচ্চ