কাউন্সিলর হাসনীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

    বাংলাদেশ মেইল ::

    কঠোর লকডাউন চলাকালীন আবাসিক এলাকায় রাত বারোটার পূর্বে বড় ট্রাক প্রবেশের প্রতিবাদ করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের টানা চারবারের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী । কাজেম আলী বাই লেইন ও ফতেহ আলী মাতব্বর লেইন মহল্লা কমিটির উদ্যোগে আজ বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত আব্দুল মোনাফ শিকদার ও তার দুই ছেলেকে ভূমিদস্যু ও সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের কঠোর শাস্তির দাবী করেন এবং এলাকার সামাজিক কর্মকান্ড সহ সকল কর্মকাণ্ড থেকে তাদের অব্যাহতি ও অবাঞ্চিত ঘোষণা করা হয় । এসময় বক্তারা আরো বলেন ,” দেওয়ান বাজার ওয়ার্ডের জনগণের প্রত্যক্ষ ভোটে টানা চারবারের নির্বাচিত কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী এলাকার উন্নয়ন , শৃংখলা ও নিরাপত্তা রক্ষার জন্য নিরলসভাবে কাজ করছে । রাত বারোটার পূর্বে আবাসিক এলাকায় ট্রাক প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও আব্দুল মোনাফ ও তার দুই পুত্রের গায়ের জোরে ট্রাক প্রবেশ করানোর প্রতিবাদ করায় তারা চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সাথে ব্যাপক বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেছে । যা সভ্য সমাজে অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত অপরাধ । অবিলম্বে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত মোনাফ শিকদার ও তার দুই পুত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে “।

    মানববন্ধনে বক্তব্য রাখেন , খাইরুল ইসলাম কক্সি,মোহাম্মদ আলী, শওকত আলী, আনোয়ারুল ইসলাম, এডভোকেট কাঞ্চন বিশ্বাস, মোঃ মিঠু, অধ্যাপক অসীম চক্রবর্তী, মহিউদ্দিন সাজ্জাদ টিপু, মোঃইকবাল বাহার চৌধুরী, মোঃ শাহাদাৎ সাইমন চৌধুরী প্রমূখ ।