কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির রক্তদান কর্মসূচী

    কাতারে বাংলাদেশ দূতাবাস

    আবুল কালাম ফয়সাল, কাতার প্রতিনিধি

    কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির যৌথ উদ্যোগে,  হামাদ মেডিকেল কর্পোরেশন এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত দূতাবাস প্রাঙ্গনে  রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
    কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন এবং হামাদ মেডিকেল কর্পোরেশন এর ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের সহকারী নির্বাহী পরিচালক ডা. আয়েশা আল মালকির উপস্থিতিতে রক্তদান কর্মসূচী শুরু হয়। এ সময় হামাদ হাসপাতালের ডিএলএমপি বিভাগের ভাইস চেয়ারম্যান ডা. জাভেদ আখতার, ডিএলএমপি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ড. জালাউদ্দিন ভূইয়া, ডিএলএমপি ডোনার সার্ভিস ম্যানাজার ডা. সাদিকা ইসমাইল আব্বাস, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি ইন্জিনিয়ার আনোয়ার হোসেন আকন উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে রক্তদান কর্মসূচী আয়োজনে হামাদ মেডিকেল কর্পোরেশনের সহযোগিতার জন্য হামাদ মেডিকেলের টিমকে ধন্যবাদ দেন এবং স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহনের জন্য রক্তদাতাদের প্রশংসা করেন।

    বিএম/কাতারে বাংলাদেশ দূতাবাস