কাতারে রাষ্ট্রদূতের সাথে চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    কাতার প্রতিনিধি ::

    কাতারে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এন ডি সি’র সাথে বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সমিতি কাতারের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইউসুফ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিলের নেতৃত্বে ১২ সদস্যর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৭ জুলাই) সমিতির নেতৃবৃন্দ মান্যবর রাষ্টদূতকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নবগঠিত কার্যনির্বাহী পরিষদের তালিকা রাষ্ট্রদূতকে হস্তান্তর করা হয়।

    আমাদের কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান, এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি-কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, উপদেষ্টা এসএম নুরুন্নবী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আতিকুল মাওলা মিঠু, মোহাম্মদ ওমর ফারুক রনি, শহিদুল ইসলাম জনি, মহিলা সম্পাদিক এডভোকেট শামীমা আরা নবী।