চসিকের মোবাইল কোর্ট, স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড

    বাংলাদেশ মেইল ::

    লকডাউনের ২য় দিনে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুক্রবার  নগরের সিআরবি এলাকা, কাজির দেউরি, মেহেদীবাগ, প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা, চকবাজার, পাঁচলাইশ মোড়, মুরাদপুর, ষোলশহর, জিইসি মোড়,দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস এলাকায় অভিযান চালান চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট  মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট  (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

    সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জন  ও ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    অভিযানে মাস্কবিহীন লোকজনকে মাস্ক বিতরণ করা হয় এবং জনসাধারণকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। একই অভিযানে টাইগারপাস পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়।