দেশে আজও করোনায় মৃত্যুর সংখ্যা দু’শোর ঘরে,শনাক্ত ১২২৩৬

    দেশে করোনায়

    বাংলাদেশ মেইল ::

    দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ২২৬ জন মারা গেছেন। মৃত্যুর  এ সংখ্যা গতকালের চেয়ে ১৬ জন বেশি। বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  বুধবার ( ১৪ জুলাই) ২১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

    আজকের ২২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে টানা পঞ্চম দিনের মতো  প্রতিদিন মৃত্যু ২০০ এর ওপরে।

    এর আগে ১৩ জুলাই ২০৩ জন, ১২ জুলাই ২২০ জন এবং ১১ জুলাই ২৩০ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৬ জনকে নিয়ে দেশে এখনও পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে  মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন।

    গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত সরকারি হিসেবে করোনায় শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।

    গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ পাঁচ হাজার ৮০৭ জন।