নগরীতে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে চসিকের ভ্রাম্যমাণ আদালত

    বাংলাদেশ মেইল ::

    করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এসা অভিযান পরিচালনা করা হচ্ছে ।

    রোববার (১১ জুলাই) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে সাগরিকা রোড, বিসিক শিল্প এলাকা, সাগরিকা শিল্প এলাকা, অলংকার মোড়, একে খান মোড়, পিসি রোড ও ডিটি রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় পরিচালিত অভিযানে পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে অবৈধভাবে বসা কোরবানির পশুরহাট উচ্ছেদ করা হয়। এ ছাড়া করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। । অভিযানকালে মাস্ক বিতরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেটেরা।

    আগের দিন শনিবার (১০ জুলাই) কাজীর দেউড়ি, জামালখান, গনি বেকারি, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, বহদ্দারহাট, নতুন চান্দগাঁও থানা, শুলকবহর ও কাতালগঞ্জ এলাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১১টি মামলায় ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।