চট্টগ্রামে করোনাকালে পোর্ট সিটি সিনিয়র ক্লাবের ত্রাণ বিতরণ অব্যাহত

    বাংলাদেশ মেইলঃ করোনাকালে সাময়িক বেকার গরীব অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে পোর্ট সিটি সিনিয়র ক্লাব।

    আজ ১৫ জুন বৃহস্পতিবার চট্রগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন পোর্ট সিটি সিনিয়র ক্লাবের উদ্যোগে তৃতীয় দফায় আবারো নিম্ন আয়ের অসহায় গরীব ২০০ পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এক সপ্তাহের পর্যাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে ক্লাবের নিজস্ব হল রুমে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বন ও পরিবেশ সম্পাদক, পোর্ট সিটি সিনিয়র ক্লাবের পৃষ্ঠপোষক মসিউর রহমান চৌধুরী। ক্লাবের সভাপতি রুহুল আমিন তপনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উত্তম নাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরী ও কেশব ঘোষ।
    প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান চৌধুরী অতীতের মত আবারো করোনাকালে পোর্ট সিটি সিনিয়র ক্লাব অসহায় গরীব মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করায় ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান দুঃসময়ে পোর্ট সিটি সিনিয়র ক্লাবের মত দেশের প্রতিটি সামাজিক সংগঠন ও স্বচ্ছল মানুষদের গরীব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।
    তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহু উন্নত দেশের আগেই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা দিতে করোনা প্রতিষেধক টিকার ব্যবস্থা করেছেন। মধ্যখানে বিশ্ব টিকা রাজনীতিতে টিকা প্রদান কর্মসূচী বাধাগ্রস্থ হলেও মাননীয় প্রধান মন্ত্রীর আন্তরিক তৎপরতায় আবারও দেশের জনগণের মাঝে গণটিকা প্রদান শুরু হয়েছে। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছিলেন দেশের জনগণ অভুক্ত থাকবে না। সরকারের পাশাপাশি তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুসরণ করে আওয়ামী লীগ নেতা কর্মীরা সাধ্যমত অসহায় মানুষকে সহযোগীতা করে আসছেন। ভবিষ্যতেও আওয়ামী লীগ নেতা কর্মীরা অসহায় জনগণের পাশে থাকবে। তিনি সবাইকে সরকারী বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন- মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সবাই মিলে বর্তমান দুঃসময়কে মোকাবিলা করে সুস্থ সুন্দর করোনামুক্ত দিন ছিনিয়ে আনতে হবে। মসিউর রহমান চৌধুরী ক্লাব কতৃপক্ষকে অসহায় মানুষের করোনা প্রতিষেধক টিকার রেজিষ্ট্রেশন সহযোগীতা দেওয়ার কর্মসূচীর ব্যাবস্হা নিতে অনুরোধ করেন।

    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিউদ্দীন শাহজাহান,সুজিত সেন,প্রণব পাল,সুব্রত পাল,অর্পণ রায়,পুলক চৌধুরী,উত্তম রায় প্রমুখ নেতৃবৃন্দ।