‘বঙ্গবন্ধু চেয়ার’ হবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে

    বঙ্গবন্ধু চেয়ার

    বাংলাদেশ মেইল ::

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। এ জন্য ভারতীয় কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোমবার (১২ জুলাই) একটি সমঝোতা স্মারক সই হয়। ভারতের দিল্লিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের স্মারক সই হয়।

    বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের মহাপরিচালক দিনেশ কে পাটনায়েক ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পিসি জোশি চুক্তিতে স্বাক্ষর করেন।

    বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে অংশ নিতে গত মার্চে বাংলাদেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।