সিএমপির চার থানায় ‘বডি ওর্ন’ ক্যামেরা চালু

বডি ওর্ন

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালনরত কর্মকর্তাদের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। আপাতত নগরীর কোতোয়ালী, ডবলমুরিং, পাঁচলাইশ ও পতেঙ্গা থানায় সাতজন করে কর্মকর্তার শরীরে এই ‘বডি ওর্ন ক্যামেরা’ বসানো হয়। পর্যায়ক্রমে বাকি ১২ থানায়ও এই ক্যামেরা সরবরাহ করা হবে।

শনিবার (২৪ জুলাই) চার থানায় মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু করেছে সিএমপি।

এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর  বলেন, আমরা প্রাথমিকভাবে চারটি থানায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করেছি। এর সুফল পরবর্তীতে অন্যান্য থানায়ও ছড়িয়ে দেওয়া হবে। ‘বডি ওর্ন’ ক্যামেরা উন্নত পুলিশিং এর অংশ। এর মধ্য দিয়ে মাঠ পর্যায়ে পুলিশের তদারকি আরো পরিশীলিত হবে৷ ‘

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির মতো কাজ করবে। কোন কিছু পুলিশের  চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নেবে।

পুলিশ জানায়, এই ক্যামেরায় অডিও-ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যে কোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।