রোহিঙ্গাদের টিকা প্রদানের সিদ্ধান্ত

রোহিঙ্গাদের
রোহিঙ্গাদের

বাংলাদেশ মেইল::

পঞ্চান্ন বছর উর্ধ্ব রোহিঙ্গাদের টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, পরিবহন এবং সংরক্ষণ পদ্ধতি সহজ হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সিনোফার্মের টিকা দেয়া হবে।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে সচিব মাসুদ বিন মোমেন বলেন, কক্সবাজার জেলার দু’টি উপজেলা উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালির ভাষানচরে রোহিঙ্গাদের বাস। ওই দুই জেলায় বাংলাদেশের নাগরিকদের সিনোফার্মের টিকা দেয়া হবে।

রোহিঙ্গাদের সুরক্ষায় ক্যাম্প এলাকাকে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে তাগিদ দিচ্ছিলো জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়। দেশে টিকার সঙ্কট থাকায় এতোদিন বাংলাদেশ সরকার টিকা কার্যক্রমে নাগরিকদের অগ্রাধিকার দিচ্ছেলো। বর্তমানে টিকার মজুত এবং প্রাপ্তির অঙ্গীকার কিছুটা বাড়ার প্রেক্ষিতে বয়োজ্যেষ্ঠ রোহিঙ্গাদের টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।