চান্দগাঁওতে লকডাউনে কর্মহীন পরিবারে বিএসসি পরিবারের ত্রান

    চান্দগাঁওতে বিএসসি পরিবারের ত্রান

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি’র পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিবে’র অর্থায়নে লকডাউনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে সামাজিক দূরত্ব মেনে আজ সারাদিন ধাপে ধাপে তিনহাজার পরিবারে কাছে খাদ্য সহয়তা দেওয়া হয়েছে।

    লকডাউনে কর্মহীন হয়ে পড়া ফেরিওয়ালা, বাস চালক, সিএনজি চালক সহ স্থানীয় নিম্ম মধ্যবিত্ত পরিবারের কাছে চাল,ডাল, আটা, ময়দা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পনেরো দিনের খাবার সামগ্রী তুলে দেয়া হয় চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান আনিসের তত্ত্বাবধানে ।

    বিএসসি পরিবারের পক্ষ থেকে আনিসুর রহমান আনিস বলেন, আমরা চান্দগাঁওবাসীর সাথে উৎসব পার্বণে, দূর্যোগে, প্লাবনে, ঘূর্নিঝড়ে, মহমারীতে ৫০ বছর ধরে দুই প্রজন্ম ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশই সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পথেই হাটছেন তার পুত্র জননেতা মুজিবুর রহমান মুজিব, তার ধারবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

    আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে নগর ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দীন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছিলেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য নাজমুল হক নজু, মো সাজ্জাদ, যুবলীগ নেতা নেজাম উদ্দীন নগর সেচ্ছাসেবকলীগ নেতা মোজাম্মেল হক, ফজলুল হক মনি, মো ইসা, মৎসজীবিলীগনেতা পারভেস, ছাত্রলীগ নেতা কাউসার, আশফাক,ফাহিম, নাইম,সহ অন্যান্য নেতৃবৃন্দ।