চট্টগ্রামে একদিনে শনাক্তের সংখ্যা কমে ৬০০,মৃত্যু ৫ জনের

    শনাক্তের সংখ্যা

    বাংলাদেশ মেইল ::

    একদিনের ব্যবধানে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে । চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫জনের । গত ২৪ ঘণ্টায় (১৬ জুলাই) ৬০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে ।  লকডাউনের বিধিনিষেধ কিছুটা শীথিল করা হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে , বেড়েছে স্বস্তি । তবে নমুনা পরীক্ষা কমার কারণে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে এমন ধারণা বিশ্লেষকদের ।

    সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার  (১৬ জুলাই) রাতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী মোট ১ হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে একদিনে শনাক্ত ৬০০ জন । পরীক্ষা বিবেচনায়  শনাক্তের হার ৩১ দশমিক ৪৮ শতাংশ।মৃত ৫জনের মধ্যে ৩ জন নগরের ও ২ জন উপজেলার।

    গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০ জনসহ চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা  ৬৯ হাজার ৯৫৭ জন। নতুন ৫ জনসহ এখন পর্যন্ত  মোট মৃতের সংখ্যা ৮২৪ জন।

    এদিন সরকারি বেসরকারি ১০ টি ল্যাবে সর্বমোট১ হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬০০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যাদের ৪৪৭ জন নগরের ও ১৫৩ জন উপজেলার বাসিন্দা।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯১ জনের মধ্যে ১১৯ জন ,  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)৭৩৬ জনের মধ্যে ১৫৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮২ জনের মধ্যে ৫৮ জন, চট্টগ্রাম ভেটেইনারী বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৩০ জনের মধ্যে ৭২ জন , কক্সবাজার মেডিকেলে ৮ জনের মধ্যে কেউ আক্রান্ত হননি  , ইম্পেরিয়াল হসপিটালে ২৬১ জনের মধ্যে ৬৭ জন, শেভরণে ২৪১ জনের মধ্যে ৭০ জন,  মেডিকেল সেন্টারে ২৯ জনের মধ্যে ১৩ জন, আরটিআরএল এ ২৬ জনের মধ্যে ১৫ জন , মা ও শিশু হাসপাতালে ৫৩ জনের মধ্য ২৮ জনের করোনা পজেটিভ ফল পাওয়া যায়।

    বুধবার লোহাগাড়ায় ২ জন,  বাঁশখালীতে ৩ জন, আনোয়ারায় ২২ জন,  পটিয়ায় ২ জন, বোয়ালখালীতে ৮ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, রাউজানে ২৮ জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীতে ২২ জন, সীতাকুণ্ডে ৩০ জন, মিরসরাইয়ে ২১ জন ও সন্দ্বীপে এক জন করোনায় আক্রান্ত হয়েছে।

    গেল বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় । ছুটির দিন শুক্রবারে চট্টগ্রামে একদিনে শনাক্ত হলো ৬০০ জনের করোনা ।