ঈদের পর লকডাউনে গার্মেন্টসসহ শিল্পকারখানা বন্ধ থাকবে

    শিল্পকারখানা বন্ধ

    বাংলাদেশ মেইল::

    আগামী ২৩শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সরকার ঘোষিত লকডাউনের সময় গার্মেন্টসহ সব শিল্পকারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    শনিবার বিজিবি-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২৩শে জুলাই থেকে ১৪ দিনের লকডাউন আরো কঠোর হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

    এর আগে ঈদুল আজহা উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করলেও আগামী ২৩শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ফের কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।এতে লকডাউনের সময় সব ধরনের শিল্পকারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। শনিবার আবারও এই ঘোষণা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।