খুলনার চার হাসপাতালে ১৩ জনের মৃত্যু

    খুলনার ৪ হাসপাতালে

    বাংলাদেশ মেইল ::

    গেল কয়েক দিনের তুলনায় খুলনায় করোনার সংক্রমনে আজ মুত্যু ও সংক্রমনের সংখ্যা কমেছে। বর্তমানে খুলনায় করোনা সংক্রমনের হার ৩৯ শতাংশ।খুলনার ৪ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

    রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮ টা ২৪ ঘন্টায় সরকারী বেসরকারী হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে । করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ব্যাক্তিদের মধ্যে খুলনা জেলার ১২ ও বাগেরহাট জেলার ১ জন।

    হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়েছেন ৮৪ জন । অন্যদিকে ২৪ ঘন্টায় খুলনার ৯ উপজেলা, সরকারী ও বেসরকারী হাসপাতালে ৮৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে । বর্তমানে খুলনার ৪টি হাসপাতালে ৪৪৯ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন । এ সব রোগীদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৯৯ জন, ২৫০ শয্যা (খুলনা সদর) হাসপাতালে ৭৬ জন , শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫জন ও বেসরকারী গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৯ জন রয়েছে। গেল ২৪ ঘন্টায় এই ৪টি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১০৪ জন ।