আন্তর্জাতিক মিডিয়ায় চাঞ্চল্যকর তথ্য, ভারতে নজরদারি চালানো হচ্ছে ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে

    বাংলাদেশ মেইল::

    ভারতে ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে অন্তত দুজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনজন বিরোধী নেতা, ৪০ জন সাংবাদিক, কয়েকজন বিজ্ঞানী, একজন সংবিধান বিশেষজ্ঞ, বেশ কিছু সরকারি অফিসার এর ওপর নজরদারি চালানো হচ্ছে।

    প্যারিস থেকে প্রকাশিত ফরবিডেন স্টোরি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর রিপোর্টে এই কথা ফাঁস হয়েছে। গার্ডিয়ান, লা মন্দে এবং ওয়্যার এর মত আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠানও খবরের সত্যতা স্বীকার করে রিপোর্ট করেছে।

    প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে, শুধু ভারত নয় পেগাসাস স্পাইওয়ার ব্যবহৃত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এই স্পাইওয়্যার এর নির্মাতা ইসরাইলের এনএসও সংস্থা জানিয়েছে তারা এই সফটওয়্যার বিক্রি করেছে বিশ্বের ৪০টি দেশের ৬০টি মিলিটারি, গোয়েন্দা ও আইন রক্ষাকারী সংস্থাকে। পেগাসাস ব্যবহার করে ভারতে শিল্পপতি ও আক্টিভিস্টদেরও নজরদারির আওতায় আনা হয়েছে। সোমবার ভারতীয় সংসদের বাদল অধিবেশন শুরু হলেই এই পেগাসাস নজরদারি নিয়ে ঝড় তুলবেন বিরোধীরা। পেগাসাস স্পাইওয়্যার এর মাধ্যমে টার্গেটদের ফোন গুলি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়া সম্ভব।

    তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট সহ যাবতীয় ফোন ডিটেলস চলে আসে নজরদারিদের কাছে। ভারতে অন্তত ৩৭টি ফোনের সন্ধান মিলেছে যা ইতিমদ্ধেই পেগাসাস আক্রান্ত। এর মধ্যে নটি আই ফোন ও একটি এন্ড্রয়েড ফোন আছে।

    ভারতীয় সাংবাদিকদের মধ্যে দ্য ওয়্যার এর সিদ্ধার্থ বড়দারাজন ও রোহিনী সিং, দ্য হিন্দুর বিজয়েতা সিং ও স্বাধীন সাংবাদিক প্রেমসুন্দর ঝা ও স্বাতী চতুর্বেদী জানিয়েছেন যে, তাঁরা পেগাসাস দ্বারা আক্রান্ত। ভারত ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আমিরশাহী, পাকিস্তান, বাহরাইন, ফ্রান্স ও হাঙ্গেরি তে পেগাসাস এর ব্যবহার চলছে অবাধে।