হাসপাতালে আরও ২৭০ জন ডেঙ্গু রোগী

    আরও ২৭০ জন

    বাংলাদেশ মেইল::

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে আরও ২৭০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ২৪০ জন।

    বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসের ১৯ দিনে ৪ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৯ জন আর জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

    বিএম/আরও ২৭০ জন