কাবুল বিমানবন্দরে মানুষের ঢল, গুলিতে নিহত ৫

    কাবুল বিমানবন্দরে

    বাংলাদেশ মেইল ::

    আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে সোমবার দেশ ছাড়াতে ইচ্ছুক অগণিত মানুষের ঢলে গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কাবুল তালেবানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় হাজার হাজার আফগান দেশ ছাড়তে বিমানবন্দরে জড়ো হতে থাকেন। এ সময় এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কা-ধাক্কি হৈ-হট্টগোলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতিতে সামরিক বিমানে করে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের যে কিছু সেনা সদস্য আফগানিস্তানে অবস্থান করছেন, তারা পাহারা দিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারিদের বিমানে উঠতে সহায়তা করছেন। ইতোমধ্যে তালেবান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে ‘শান্তি বজায় আছে’ বলে ঘোষণা দিয়েছে।

    তবে কিভাবে এ ৫ জন মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একজন মার্কিন কর্মকর্তা বলেন, কাবুল বিমানবন্দরে সামরিক বিমানে উঠতে গিয়ে সাধারণ আফগানরা যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন, তা ঠিক করতে আকাশে ফাঁকা গুলি ছোড়েন মার্কিন সেনারা।

    মার্কিন সেনাদের প্রাথমিক লক্ষ্য, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের নিজ দেশে ফিরিয়ে নেয়া। এক প্রত্যক্ষদর্শী জানান, ২০ ঘণ্টার বেশি সময় ধরে তিনি বিমানের ফ্লাইটের অপেক্ষা করছেন। তিনি বলেন, এটা পরিষ্কার নয় যে, তারা পদদলিত হয়ে মারা গেছেন, নাকি গুলিবিদ্ধ হয়ে।

    ভিডিও ফুটেজে দেখা গেছে, একে অন্যকে ধাক্কা দিয়ে বিমানে ওঠার চেষ্টা করছেন সাধারণ আফগানরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাবুল বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন তারা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।

    তালেবানরা রোববার রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এ প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা প্রাণভয়ে দেশ ছেড়ে পালানোতে উদ্যোগী হন।